Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০২২

হর্টেক্স ফাউন্ডেশনের প্রধান প্রধান কার্যক্রমসমূহ

  • তাজা শাক-সবজি, ফলমূল, আলু, হিমায়িত এবং প্রক্রিয়াজাতকৃত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কৃষক      রপ্তানিকারক সহ অন্যান্য অংশিজনদের দক্ষতা উন্নয়ন করা।
  • বাজার জ্ঞান/বুদ্ধিমত্তা এবং ব্যবসা পরিকল্পনা প্রণয়নে রপ্তানিকারক ও উদ্যোক্তাদের সহায়তা করা।
  • রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কৃষক, রপ্তানিকারক সহ অন্যান্য অংশিজনদের মধ্যে সংযোগ সৃষ্টি করা।
  • রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন সেবা প্রদান করা।
  • অংশিজনদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি বাণিজ্যকে টেকসই করতে সহযোগিতা করা।
  • চুক্তিবদ্ধ চাষাবাদের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করা এবং খামার তথ্যাদি সংরক্ষণে কৃষক,                    রপ্তানিকারক ও কৃষি ব্যবসায়িকে সহায়তা করা।
  • ফসলের সংগ্রহোত্তর ব্যবস্থাপনার মাধ্যমে গুণগত মানসম্পন্ন সবজি ও ফল দেশে ও বিদেশে বিপণনের           সুযোগ সৃষ্টি করা।
  • সংগ্রহোত্তর অপচয় রোধ করতে কৃষক ও সরবরাহ শৃঙ্খলের অংশিজনদের প্রশিক্ষণ ও সহায়তা করা।
  • নতুন ধারণা এবং সময়োপযোগী রপ্তানিমুখী কৃষি গবেষণা গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহায়তা করা।
  • কৃষি বাজার বিশ্লেষণ, বিভিন্ন উপাত্ত সংগ্রহ ও সমীক্ষা করে কৃষি বাজার উন্নয়নে সহায়তা করা। কর্মশালা,        সেমিনারের মাধ্যমে বিশেষায়িত জ্ঞান আহরণ ও প্রয়োগে সংশ্লিষ্ট অংশিজনকে উদ্বুদ্ধ করা।
  • কৃষিপণ্য রপ্তানি উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা।

 

এ পর্যন্ত বাস্তবায়িত প্রকল্পসমূহ

  • NATP - Phase II Project (Market Access) – Implementing as a Strategic Partner of DAE, on going.
  • Development of Food Control Guidelines and Pilot Implementation across the Horticultural Value Chain (FAO-FSP), 2014-2016.
  • Supply Chain Development Component of NATP (World Bank), 2008-2014.
  • Project on Capacity Building in Administering SPS & Environment Standards to Fresh Produce Export to EU, 2006-2007.
  • Project on Regulatory and Standard Requirements for Accessing Fresh Produce Markets in EU, 2007.
  • Agricultural Services Innovation and Reform Project (ASIRP, IDA Credit), Hortex Component, 1999-2003.
  • Support for Horticultural Export Development Project (IDA Credit), 1996-1999.